A

রাজা ও রানির ভালোবাসার রাজ্য

 রাজা ও রানির ভালোবাসার রাজ্য


এক দেশে ছিল এক রাজা, নাম তার অরিন্দম। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক। তার রাজ্যে কেউ কখনো অভুক্ত থাকত না, অন্যায় দেখলে তিনি কঠোর হাতে দমন করতেন। কিন্তু রাজা ছিলেন একা।  

একদিন পাশের রাজ্যের রাজকন্যা মাধুরীর সঙ্গে তার দেখা হয়। মাধুরী ছিলেন শুধু রূপে নয়, গুণেও অপূর্ব। তিনি গরীব-দুঃখীদের পাশে দাঁড়াতেন, রাজ্যের মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। রাজা অরিন্দম তার প্রতি মুগ্ধ হলেন।  

দুজনের মধ্যে ভালোবাসা গড়ে উঠল। রাজ্যের সবাই চেয়েছিল এই শুভ মিলন ঘটুক। অবশেষে ধুমধাম করে তাদের বিয়ে হলো, আর রাজ্যজুড়ে আনন্দের বন্যা বইল।  





বিয়ের পর রাজা-রানির শাসনে রাজ্য আরও সমৃদ্ধ হলো। রাজা যেমন শক্ত হাতে শাসন চালাতেন, রানিও তেমন ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জিতে নিয়েছিলেন।  

কিন্তু একদিন রাজ্যে মহামারী ছড়িয়ে পড়ল। রাজা-রানি নিজেরাই চিকিৎসকদের সঙ্গে গিয়ে মানুষের সেবা করলেন। রানির এই ভালোবাসায় রাজ্যের মানুষ আরও বেশি তাদের আপন করে নিল।  

শেষ পর্যন্ত রাজ্যের মানুষ সুস্থ হয়ে উঠল, আর রাজা-রানি হলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তারা সুখে-শান্তিতে রাজত্ব করলেন, আর তাদের গল্প যুগ যুগ ধরে মানুষের মনে ভালোবাসার প্রতীক হয়ে রইল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
6/sidebar/recent